চট্টগ্রামের বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় মঙ্গলবার হত্যা মামলার আসামি পুলিশের সঙ্গে মো. সাইফুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
এ খবর নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি প্রনব চৌধুরী জানান, সাইফুল ও জিয়া উদ্দিন বাবলু নামে দুইজনকে ফটিকছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী কল্পলোক আবাসিক এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এর আগে গত শনিবার দিবাগত রাতে ওই থানার খালপাড় এলাকায় খুন হন লোকমান হোসেন জনি। লোকমান হোসেন জনির বাসা নগরের গোলপাহাড় এলাকায়। পরে লোকমান খুনের ঘটনায় সাইফুলকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন লোকমানের মা রোকেয়া বেগম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: