গাজীপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনজুর রহমান জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে সিটি করপোরেশনের কাশিমপুর থানার ভবানীপুর এলাকায় মাদকের অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।
এসময় ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরের পাশে অবস্থান নেয়া মাদক মামলার আসামি জাহাঙ্গীরসহ কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত জাহাঙ্গীরের বিরুদ্ধে ৬ টি মাদক মামলাসহ ৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।