রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অবৈধ অংশের অনুমোদন কিভাবে হলো তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন –দুদক জানিয়েছন প্রতিষ্ঠানের প্রধান ইকবাল মাহমুদ।
সোমবার রাজধানীর দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে লাগা আগুনে ২৬ জনের প্রাণহানীর ঘটনায় আজ সোমবার শোক প্রস্তাব গ্রহণ করা হয় মন্ত্রীসভায়। এছাড়াও ওই ঘটনায় অর্ধশতকের বেশি মানুষ আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: