খুলনার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিরাজুল ইসলাম মিরাজ নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, রাতে সেনপাড়া থেকে চুরি ডাকাতিসহ ১০ মামলার আসামি মিরাজকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরির মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে দৌলতপুর কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় যায় পুলিশ। এসময় সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা মিরাজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এ সময় বন্দুকযুদ্ধে মিরাজ নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: