কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া-ডাংমড়কা সড়কের পেটকাটা ডহর নামক স্থানে পুলিশের সঙ্গে মঙ্গলবার ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের দুই সর্দার নিহত হয়েছে।
নিহত দু'জন হলেন- মোফাজ্জেল হোসেন ওরফে মোফা (৪২) ও মহাবুল (৪০)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, একদল ডাকাত পেটকাটা ডহর এলাকার একটি তামাক ক্ষেতের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযানে যায়।
এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ডাকাতদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মোফাজ্জেল হোসেন ওরফে মোফা ও মহাবুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি করেছে।
তিনি আরো বলেন, মোফাজ্জেল হোসেন ওরফে মোফা ও মহাবুল জেলার শীর্ষ ডাকাত সর্দার ছিল। কুষ্টিয়া জেলাসহ আশেপাশের জেলায় তারা ডাকাতির নেতৃত্ব দিত। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ ২টি এলজি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।