কুষ্টিয়া ও মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন।
পুলিশের দাবি,তারা মাদক ব্যবসায়ী।
পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টায় ডাকাতির ছয় মামলার আসামি হুমায়ুনকে নিয়ে অস্ত্র উদ্ধারে কুষ্টিয়া মহাকালী ইউনিয়নের তালেশ্বর ব্রিজ এলাকায় যায় আইনশৃঙ্খলাবাহিনী। এসময় ব্রিজের নিচে আগে থেকে ওঁত পেতে থাকা ডাকাতরা পুলিশদের লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষায় তারাও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে হুমায়ুন গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনায় একাধিক মামলার আসামি নাজমুল গুলিবিদ্ধ হন। নাজমুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।