মানিকগঞ্জের সাটুরিয়া ডাকবাংলোয় আটক রেখে এক নারীকে ধর্ষণের অভিযোগে সাটুরিয়া থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল দুপুরে ওই নারী জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীমের কাছে লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের প্রত্যাহার করা হয়।
তবে এসপি রিফাত রহমান শামিম বলেন, ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে তার আগ পর্যন্ত দু’জন পুলিশ লাইনে সংযুক্ত থাকবে।
ওই নারী অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে প্রতিবেশী এক নারীর সঙ্গে সাটুরিয়া এলে সাটুরিয়া থানার এস আই সেকেন্দার হোসেন থানার পাশে ডাকবাংলোতে নিয়ে যান। সেখানে তাকে একটি কক্ষে আটকে জোর করে ইয়াবা বড়ি খাইয়ে নেশাগ্রস্ত করেন। পরে এস আই সেকেন্দার ও এ এস আই মাজহারুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেন।
বিষয়টি কাউকে জানালে বা মামলা-মোকাদ্দমা করলে বিভিন্ন মামলায় জড়িয়ে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয় এ দুই পুলিশ সদস্য বলে জানান ভুক্তভোগী।
পরের দিন শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত আটকে রাখার পর তাকে ছেড়ে দেয়া হয় বলে জানান তিনি।