সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে হাওর বাঁধ নির্মাণে গাফিলতির মামলায় নতুন ৬ আসামিসহ মোট ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের ওই মামলার ৬১ জনের মধ্যে ৩৪ জনকে বাদ দিয়ে নতুন ৬ জনকে আসামি হিসেবে অন্তর্ভূক্ত করে মোট ৩৩ জনের বিরুদ্ধে এ অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়।
দুর্বল ও অসমাপ্ত বাঁধ ভেঙে প্লাবন ও ফসলহানির পেছনে হাওরে তা নির্মাণে দুর্নীতি, আনিয়ম ও কর্তব্যে অবহেলার অভিযোগ এনে ২০১৭ সালের জুলাই মাসে ৬১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: