গাজীপুরের কালীগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জের রাখুরা গ্রামের স্থানীয় রাবেয়ার বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় একদল ডাকাত।
এসময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে যান এবং মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি জানানো হয়।
স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করে। রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে দুই ডাকাতকে ধরে গণপিটুনি দেয় তারা। এতে ঘটনাস্থলেই ডাকাতরা নিহত হন অন্যরা পালিয়ে যান।
নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায় নি। মরদেহ রাখা হয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: