জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি শীর্ষ মাদকব্যবসায়ী ছিলেন এবং তার নামে ৮-১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যা ব।
র্যা বের দাবি, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামে তাদের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ হয়। এতে উপজেলার অন্যতম মাদকব্যবসায়ী সোহেল রানা গুলিবিদ্ধ হন।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় র্যা বের দুই সদস্যও আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: