ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব।
র্যা ব জানিয়েছে, রোববার দিবাগত রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম জামাতের রাজনীতর সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে র্যাীব।
জাহিদুল ইসলাম ফেসবুকে অব্যাহতভাবে প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছিল।
ফেসবুকে তার কার্যক্রম নজরদারি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: