শুধু ঘুষ গ্রহণকারী নয় ঘুষ দাতাদেরও আইনের আওতায় আনা হচ্ছে— তবে যারা বাধ্য হয়ে ঘুষ দেন তাদেরকে দুর্নীতি দমন কমিশন-দুদক ধরে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সোমবার চট্টগ্রামে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাইদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, যারা লাভবান হওয়ার জন্য অবৈধ- অনৈতিকভাবে ঘুষ দেন ও গ্রহণ করেন তাদের দুজনেরই রেহাই নেই।
দুর্নীতি হওয়ার আগে সবাই যেন প্রতিরোধ করে এমন আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের মামলা মানে একটি ক্যান্সার। ক্যান্সার যেমন জীবনের সহায় সম্বল শেষ করে দেয়। এটাও এমন এক প্রক্রিয়া যেখানে তার আর কিছুই থাকবেনা।
তিনি আরো বলেন, কাস্টম হাউজে ২০০ লোক নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকে। আরা ঘুরে বেড়ায়্ এটি দুর্ভাগ্যজনক।
তদবিরবাজদের বিরুদ্ধে সংগ্রাম শুরুর আহ্বান জানিয়ে যেকোন তদবিরবাজ বড় দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেয়ার পরামর্শ দেন ইকবাল মাহমুদ।