কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় সোমবার ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ইয়াবা কারবারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন : দেলোয়ার হোসেন রুবেল (২০) ও রফিক (৫৫)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় দুই দল ইয়াবা কারবারীদের ‘বন্দুকযুদ্ধে’ এর খবর পেয়ে স্থানীয়রা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করে। নিহত দু্ই জনের নামে থানায় মাদকদ্রব্য অস্ত্র আইনে ৪টি করে মামলা রয়েছে।
পরে ঘটনাস্থল থেকে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও ৪ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: