শরীয়তপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
নিহতরা হলেন, জাহাঙ্গীর আকন ও রাসেল হাওলাদার।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার দক্ষিণভোগ এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশ ও ডাকাত সদস্যদের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে ডাকাত সদস্যরা পিছুহটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ২ জনের মৃতদেহ উদ্ধারে পুলিশ।
নিহতদের বিরুদ্ধে ডাকাতি বিভিন্ন মামলায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: