সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে আটক করেছে র্যাগপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যা ব।
গত দুই দিনে মাদারীপুর, কুমিল্লা, বগুড়া, কিশোরগঞ্জ এবং রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তারা হলো: রবিউল ইসলাম, আখলাকুজ্জামান আনসারি, তোফাজ্জ্বল হোসেন হেলাল. তানভীর হাসান মোহন, মো. ইউসুফ, আবু রায়হান আলবেরুনী পুসকিন ও আবুল কালাম।
র্যা ব জানিয়েছে, রাষ্ট্রবিরোধী বায়োনাট-মিথ্যা তথ্য প্রচার, গুজব ছড়ানো, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, র্যা বের ডিজি, ডিএমপি কমিশনারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করা ও প্রচারের অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে— এ পর্যন্ত র্যা ব মোট ১৯২ জনকে সাইবার অপরাধের অভিযোগে আটক করেছে।