কক্সবাজারের টেকনাফ উপজেলায় দমদমিয়া এলাকায় সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন: সাব্বির হোসেন (২৫) ও হাফিজুর রহমান (৩৫) নামে
র্যাবের টেকনাফ অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি শাহ আলম বলেন, রাতে একটি কাভার্ডভ্যান টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। দমদমিয়া এলাকায় র্যা বের চেকপোস্ট অতিক্রম করার সময় র্যা বের সন্দেহ হলে কাভার্ডভ্যানটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়া হয়।
তবে গাড়িটি না থামিয়ে উল্টো কাভার্ডভ্যান থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ওই দুই যুবক।
তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সাব্বির হোসেন ও হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে নিহতদের ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও।
ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানটিতে চারজন মাদককারবারি ছিল। অন্য দুই জন পালিয়ে গেছে।