নোয়াখালীর-৩ (বেগমগঞ্জ) আসনের আলাইয়াপুর ইউনিয়নের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নুর নবী নামে এক আনসার সদস্যকে গুলি করে হত্যা করেছে বিএনপি-জামায়াত কর্মীরা।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আমিন মোল্লা জানান, রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপি-জামাত কর্মীরা হঠাৎ কেন্দ্রে এসে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এতে আনসার সদস্য নুর নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: