ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব সাহা বলেন, শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
সেলিম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে কোটচাঁদপুর থানায় পাঁচটি মামলা রয়েছে। কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের নূর ইসলামের ছেলে সে জানান ওসি।
তিনি বলেন, রাতে গুলির শব্দ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড গুলি, ৪০ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।