বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের জামাতা ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড চেয়ে ফুয়াদ জামানকে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশের সন্ত্রাস দমনবিষয়ক বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ায় ও উসকানিমূলক পোস্টের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ধানমন্ডি থানায় ফুয়াদ জামানের বিরুদ্ধে একটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুয়াদ জামান ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করে এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করে গত ১৫ আগস্ট একটি পোস্ট দিয়েছিলেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মোহাম্মদ নাজমুল হাসান পিয়াস গত ২৩ আগস্ট ধানমণ্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে ওই মামলা করেন।
২০১০ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধুর খুনি সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে শেহনাজ রশিদ খানের স্বামী ফুয়াদ জামান।