রাজধানীর ভাষানটেকের গোলটেকে নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
সোমবার মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
পুলিশ জানিয়েছে, গত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশে মুখপাত্র মনিরুল ইসলাম।
ইভটিজিংয়ে বাধা দেয়ায় নাসির উদ্দিনকে হত্যা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
এ হত্যার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: