সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানসহ সাত মন্ত্রী-এমপির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে তদন্তকাজ শিগগিরই শেষ হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ফয়জুর রহমান।
বুধবার দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ফয়জুর রহমান বলেন, তদন্ত শেষে এ বিষয়ে সত্যতা সাপেক্ষে বিচার প্রক্রিয়া শুরু হবে।
এদিকে, নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নূর হোসেনের অবৈধ সম্পদ থাকার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান দুদক সচিব। এসময় চলতি বছর কমিশনের কার্যক্রম সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: