অপহৃত হওয়ার একদিন পার হলেও এখনও খোঁজ মেলেনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের। আর এ ঘটনায় ফতুল্লা থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন রিজওয়ানা।
যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ থেকে অপহরণকারীদের গাড়িটিকে সনাক্ত করা গেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘সাইনবোর্ড থেকে লেফ্টর্টান ঘুড়ে ঢাকার দিকে চলে যায় এ তথ্য পাওয়ার পরে আমরা যাত্রাবাড়ী ফ্লাইওভার আছে সে ফ্লাইওভারের যে টোল প্লাজা আছে সে টোল প্লাজাতে যে সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহের চেষ্টা করি এবং রাত ১২টা ৫৫ মিনিটে এ ফুটেজটা পায় এবং এ ফুটেজে যে কালারের গাড়ি এবং চট্টমেট্রো লেখা যে গাড়িটা ঠিক ওই গাড়িটায় ওখানে ২টা ৫৩ মিনিটে ক্রস করেছে সে রের্কডটি আছে।’
তবে রিজওয়ানার দাবি, পেশাগত কারণে ক্ষুব্ধ হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে তার স্বামীকে অপহরণ করেছে।
এদিকে, আবু বকরের সন্ধানের দাবিতে নারায়ণগঞ্জ শহীদ মিনারে মানববন্ধন করেছে তার কর্মস্থল হামিদ ফ্যাশনের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, বুধবার বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের একটি পেট্রোল পাম্পের সামনে থেকে অপহৃত হন পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক।