অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের বিরুদ্ধে দুদকের মামলা চলবে বলে আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।
রোববারের (১২ জুন) এ আদেশের ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ মামলা বাতিলে শামীম এস্কান্দার আবেদন করলে এদিন শুনানি হয়।
জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালে শামীম ইস্কান্দারের সম্পদের হিসাব চেয়ে নোটিস দিয়েছিল দুদক। সেই অনুসন্ধান শেষে ২০০৮ সালের ৫ মে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলা করা হয়।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: