জাপান থেকে বাংলাদেশে আসা দুই শিশুর বিষয়ে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসরণ না করার অভিযোগ তুলে তাদের মা এরিকো নাকানো ও বাবা ইমরান শরীফের পরস্পরের বিরুদ্ধে করা পৃথক আদালত অবমাননার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
দুই শিশুর স্কুলের গ্রীষ্মকালীন ছুটি সামনে রেখে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর করা আবেদনও খারিজ হয়েছে।
পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
গত ১৯ মে আপিল বিভাগ আবেদনগুলো শুনানির জন্য ২ জুন তারিখ রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে এরিকো নাকানোর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আকতার ইমাম। সঙ্গে ছিলেন আইনজীবী রাশনা ইমাম ও কামাল হোসেন।