দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হাজী সেলিম বৃহস্পতিবার দেশে ফিরেছেন। গত শনিবার গোপনে দেশ ত্যাগ করেন তিনি। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তার বিদেশ যাওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনার খবর উঠে আসে দেশের গণমাধ্যমগুলোতে।
দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন হাজী মোহাম্মদ সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল। বেলাল জানান, দুপুর ১২টা ১৫ মিনিটে দেশে ফিরেছেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।
তার বড় ছেলে সোলাইমান সেলিম রোববার একটি টেলিভিশন চ্যানেলের প্রশ্নের জবাবে স্বীকার করেন তার বাবা দেশের বাইরে গিয়েছেন। তবে কোন বিমানবন্দর দিয়ে তিনি দেশ ছাড়েন তা নিশ্চিত হওয়া যায়নি।
হাজী সেলিম দেশ ছেড়েছিলেন কি না জানতে যোগাযোগ করা হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের বলেন, বিষয়টি আমার জানা নেই।