সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের (৯২) মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে (রবিবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এই দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকায় আসা মামলার শুনানি হবে আগামীকাল সোমবার।
গতকাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাহাবুদ্দীন আহমদের মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: