বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশ নায়িকা নিপুণ আক্তার ও নায়ক জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে বলেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আজ এই আদেশ দেন।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
তবে সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব পালন করবেন এ বিষয়ে উভয় পক্ষের আইনজীবীরা গনমাধ্যমে ভিন্ন মত প্রকাশ করেন।
আদেশের পর জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম বলেন, আপিল বিভাগের আদেশের ফলে জায়েদ খান সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন।
অন্যদিকে, নিপুণের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেছেন, নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে বসে আছেন। তিনিই বসবেন।