সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায় প্রদানকারী বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর বুধবার এ রায় প্রকাশ করা হয়।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় এই রায় প্রদান করা হয়েছিল।
জানা যায়, তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
ঐ মামলায় বিচারিক আদালতের পর হাইকোর্টে দুই দফা শুনানি হয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ে হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: