দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনামুক্ত হয়ে বিচার কাজে ফিরেছেন। রোববার (৩০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আপনাদের সবার দোয়ায় সুস্থ হয়েছি। এ সময় সবাইকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি। এরপর আপিল বিভাগের কার্যতালিকা অনুযায়ী বিচারকাজ শুরু হয়।
গত ২৫ জানুয়ারি স্ত্রীসহ করোনামুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফেরেন।
১৯ জানুয়ারি রাত থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগের দিন করোনায় আক্রান্ত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
দেশটিভি/এসকেএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: