কুমিল্লায় পুজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার মামলায় ইকবাল হোসেন ও দুই খাদেমসহ চার আসামির ৫ দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় স্থানীয় কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দির দুটি মণ্ডপে হামলা হয়। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এই ঘটনার মূল হোতা ইকবালকে গত ২১ অক্টোবর কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে জড়িত সন্দেহে খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। / ডি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: