ধর্ম অবমাননার মামলায় গ্রেফতার ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নন, সে সুস্থ এবং চতুর বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় এ তথ্য জানান সিআইডি কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান।
তিনি বলেন, ইকবাল সম্পূর্ণ সুস্থ ও চতুর। সে ঘটনার পর সুকৌশলে কুমিল্লা থেকে কক্সবাজার পালিয়ে যায়। ১১ দিনের রিমান্ডে ইকবাল সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আচরণ করেছেন।
সিআইডি পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতি সংশ্লিষ্ট কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একাধিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করে দেখা হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: