পল্টন থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সিইও রিপন মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় রিপনকে। সোমবার (৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিউকমের গ্রাহকরা ২৫০ কোটি টাকা পাবে। আবার কিউকমের ৩৯৭ কোটি টাকা ফস্টার নামের এক আর্থিক প্রতিষ্ঠানের কাছে আটকে আছে। গ্রেফতার হওয়া রিপনের কাছ থেকে আরও তথ্য জানতে রিমান্ডে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। / য
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: