কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে।
আগামী ২ জুলাই এ বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেছে আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।
খালেদা জিয়া কুমল্লিার দুটি মামলার মধ্যে একটি হত্যা মামলার ওপর শুনানি আজ-রোববার শেষ হয়েছে। এছাড়া নাশকতার অপর মামলাটি শুনানির জন্য আগামীকাল-সোমবার দিন রয়েছে।
গত ৩১ মে
কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আজ পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ।
এর আগে জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন।
এর আগে দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ।
জামিন স্থগিত চেয়ে একই দিন দুপুরে চেম্বার জজ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই জামিন স্থগিত করা হয়। একইসঙ্গে আপিল বিভাগের ফুলবেঞ্চে এর ওপর শুনানির জন্য দিন ঠিক করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতি মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় করাগারে।