অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির না করায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্কের দিন পিছিয়ে ২৮ জুন ধার্য করেছে আদালত।
সোমবার সকালে বকশিবাজারে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ আখতারুজ্জামান এ আদেশ দেন।
একইসঙ্গে ওই দিন পর্যন্ত খালেদা জিয়ার জামিনও বাড়িয়ে দেয়া হয়। এছাড়া বিএনপি নেত্রীকে আদালতে হাজিরের জন্য রোববার যে পরোয়ানা জারি করা হয়েছিল, সেটিও প্রত্যাহার করা হয়।
সবশেষ গত ১৩ মার্চ এই মামলার অন্যতম আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে আংশিক যুক্তি-তর্ক হয়। এরপর যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য বিচারক কয়েকটি তারিখ রাখলেও কোনদিনই খালেদা জিয়াকে হাজির করা হয়নি।
গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা নিয়ে ঢাকা পুরানো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি নেত্রী।