কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে এই মামলায় খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার কুমিল্লায় দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছরের দণ্ডাদেশে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।