বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনোয়ার ছাদাতের বেঞ্চ এ পরোয়ানা জারি করেছে।
গত বছর আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচি পূর্ণ মন্তব্য করায় ৮ সেপ্টেম্বর তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
পরে আদালতের নির্দেশে পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে ঘটনাটির সত্যতা পাওয়ায় এজহার হিসেবে মামলাটি গ্রহণ করা হয়েছে বলে জানানো হলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: