বিডিয়ার হত্যা মামলায় দায়ের করা সকল ডেথ রেফারেন্স ও ফৌজদারি আপিলের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। শনিবার সকালে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ বেঞ্চে এ মামলার শুনানি শুরু হয়।
এর আগে এ মামলার শুনানির জন্য গঠিত বেঞ্চ পুনর্গঠন করা হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলামের পরিবর্তে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারকে নব গঠিত বেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০০৯ সালে পিলখানার বিডিআর সদরদপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডের জন্য ২০১৩ সালে ১৫২ জন বিডিয়ার সদস্যকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে খালাসপ্রাপ্ত আসামীদের সাজা চেয়ে ফৌজদারি আপিল ও ডেথ রেফারেন্স দায়ের করে রাষ্ট্রপক্ষ।
এদিকে, দণ্ডপ্রাপ্ত আসামীদের সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে ফৌজদারি আপিল দায়ের করে আসামীপক্ষের আইনজীবীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: