দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার বেলা ১১টা ৫ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পড়ান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন ছাড়াও কয়েকজন সাবেক প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন সুরেন্দ্র কুমার সিনহা।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আগামী ১৭ জানুয়ারি বিচারপতি এসকে সিনহা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ জ্যেষ্ঠ বিচারককে গত সোমবার প্রধান বিচারপতি পদে নিয়োগপ্রাপ্ত হন।
অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেন তার নিয়োগের মাধ্যমে বিচার ব্যবস্থা আরও গতিশীল হবে।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার জন্ম ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি।
১৯৯৯ সালের ২৪ অক্টোবর হাইকোর্টে তিনি বিচারক হিসেবে নিয়োগ পান। আপিল বিভাগে আসেন ২০০৯ সালের ১৬ জুলাই।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগের যে বেঞ্চ বাতিল করেছিল, এস কে সিনহা ছিলেন তার অন্যতম সদস্য। এছাড়া ২০১১ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেয়া বেঞ্চেও সদস্য হিসেবে ছিলেন তিনি।