আদালত অবমাননার দায়ে ব্রিটিশ নাগরিক সাংবাদিক ডেভিড বার্গম্যানকে জরিমানা ও এজলাসকক্ষে দাঁড়িয়ে থাকা নিয়ে বিবৃতিদাতা ৫০ জন বিশিষ্ট ব্যক্তির কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দিয়েছে।
আগামী ২৭ জানুয়ারির মধ্যে তাদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে ওইদিন এ বিষয়ে পরবর্তী আদেশ দেয়া হবে।
৫০ জনের মধ্যে ১১ জন দেশের বাইরে অবস্থান করছেন। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে ওই ১১ জনকে অবহিত করা এবং তাদের ব্যাখ্যা সংগ্রহ করে ট্রাইব্যুনালে জমা দিতে পররাষ্ট্র মন্ন্ত্রণায়কে নির্দেশ দিয়েছে।
ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে সমালোচনা নিজের ব্লগে আপত্তিকর মন্তব্য ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় আদালত অবমাননার দায়ে ডেভিড বার্গম্যানকে গত ২ ডিসেম্বর ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল-২।
গত ২০ ডিসেম্বর প্রথম আলোয় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদন প্রকাশের পর ২৮ ডিসেম্বর প্রথম আলোকে রেজিস্ট্রারের মাধ্যমে ওই বিবৃতির মূল কপি জমা দেয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২। পরে ৫০ বিশিষ্টজনের মধ্যে একজন খুশি কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন।
বুধবার বিবৃতি দানকারী ৫০ বিশিষ্টজনের নাম-পরিচয় ও তাদের বর্তমান অবস্থানস্থল সর্ম্পকে লিখিতভাবে জানান ড. শাহদীন মালিক।
এর আগে মঙ্গলবার রেজিস্ট্রারের মাধ্যমে প্রকাশিত সংবাদের ৫০ বিশিষ্টজনের স্বাক্ষরিত বিবৃতির মূল কপি ট্রাইব্যুনালে জমা দেয় প্রথম আলো কর্তৃপক্ষ।
৫০ বিশিষ্টজনের মধ্যে একজন খুশি কবির পরে জানিয়েছিলেন, বিবৃতিটিতে তিনি স্বাক্ষর করেননি বা এর সঙ্গে তার সম্পর্ক নেই বলেও জানায় প্রথম আলো। এ কারণে খুশি কবিরকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বাকি ৪৯ জনের বিষয়ে শুনানি হয়।