বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে করা মানহানি মামলায় আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
গত ৯ ডিসেম্বর তুহিন মালিকের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক গোলাম রব্বানী মামলাটি করেন। মামলার পরিপ্রেক্ষিতে তুহিন মালিককে আজ (মঙ্গলবার) আদালতে হাজির হতে সমন জারি করা হয়।
পরে তুহিন মালিক হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: