ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মূলপরিকল্পনাকারী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও যুবলীগ নেতা জিয়াউল আলম মিষ্টার আদালতে আত্মসমর্পণ করেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে বহনকারী গাড়ি থামিয়ে গুলি করে, কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। ওই গাড়ির ভেতর পুড়ে মারা যান একরামুল।
পরে দিবাগত রাত ১টার দিকে একরামুলের বড় ভাই রেজাউল হক ফেনী থানায় হত্যা মামলা করেন।
মামলায় জেলা তাঁতী দলের আহ্বায়ক ও উপজেলা নির্বাচনে (একরামুলের বিপক্ষে) বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে আরো ৩৫ জনকে ‘অজ্ঞাত’ আসামি করা হয়।
এ ঘটনায় ২৫ জনকে আটক করা হলেও পরে ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয় পুলিশ।