নারী নির্যাতন মামলায় বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনের জামিন পেয়েছেন। রোববার মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এ আদেশ দেন।
সকালে রুবেলের আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক আদেশটি অপেক্ষমাণ রাখেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন চলচ্চিত্র অভিনেত্রী হ্যাপী, যাকে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়। তবে হ্যাপির অভিযোগ নাকচ করে এ ক্রিকেটার বলে আসছেন, এ তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছেন।
রুবেল ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই গত ৮ জানুয়ারি রুবেল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।
কিন্তু শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার ছাদাত জামিন নাকচ করে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, জাতীয় দলের এ পেসারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাত নম্বর সেলে সাধারণ কয়েদিদের মতোই রয়েছেন রুবেল। শনিবার সকালে বিসিবি পরিচালক আকরাম খান রুবেলের সঙ্গে দেখা করতে যান। বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রুবেলের পাশে থাকার ঘোষণা দেন।
সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, বিসিবির আইনী উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে রুবেলের মামলার মেরিট দেখে তাকে সহায়তা দেয়া হবে।
পাপন আরো বলেন, রুবেল জামিন পেলে বিশ্বকাপ খেলতে যাবেন আর জামিন না পেলে রুবেলকে বিসিবির পক্ষ থেকে সবধরনের আইনি সহায়তা দেয়া হবে।