মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত জামাতের সাবেক জামাত নেতা গোলাম আযমের আপিল শুনানি ২ ডিসেম্বর ধার্য করেছে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ শুনানির দিন ধার্য করেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, সহযোগিতা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়া-এই পাঁচ ধরনের অপরাধের ৬১টি প্রমাণিত হয় গোলাম আযমের বিরুদ্ধে।
এর আগে গতকাল মঙ্গলবার গোলাম আযমের আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত বছর ১৫ জুলাই এক রায়ে মানবতাবিরোধী অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তির পরিবর্তে ‘বয়স ও স্বাস্থ্য বিবেচনায়’ গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
২০১৩ সালের ৫ আগস্ট বেকসুর খালাস চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ৯০ বছর দণ্ডের বিরুদ্ধে আপিল করেন গোলাম আযম। এরপর ১২ আগস্ট গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। ইতিমধ্যেই আপিলের সার-সংক্ষেপ জমা দিয়েছে উভয়পক্ষই।