হজ নিয়ে কটূক্তি ও অবমাননার অভিযোগে সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সুলতানা এ নির্দেশ দেন।
আগামী ২৭ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত।
হজ নিয়ে কটূক্তি ও অবমাননার অভিযোগে গত ২ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ওলামা লীগের ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী মামলা করেন। ওই মামলায় লতিফ সিদ্দিকীর হাজিরা দেয়ার কথা ছিল। তিনি হাজির না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।
লতিফ সিদ্দিকী বর্তমানে দেশের বাইরে কলকাতায় আছেন।
গত ১৫ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। হজ নিয়ে কটূক্তি ও অবমাননার অভিযোগে শাহ আলম নামের এক আইনজীবীর করা মামলায় তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি হয়।
উল্লেখ, গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।’ তার মতে, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ও টক শোর আলোচকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
এ নিয়ে দেশে-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, গণমিছিল ও মানববন্ধন করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। মামলা হয় দেশের বিভিন্ন জেলায়। আদালত সমনও জারি করে। ফলে মন্ত্রিসভা ও দল থেকে লতিফ সিদ্দিকীকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সরকার।