মুক্তিযুদ্ধে সময় মানবতাবিরোধী অপরাধে হত্যাসহ আটটি অভিযোগ আনা হয়েছে বাগেরহাটের সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ তালুকদার ও খান মোহাম্মদ আকরাম হোসেনের বিরুদ্ধে।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্মান্তরিত করা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের আটটি অভিযোগ আনা হয়েছে।
ব্রিফিংয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের শাঁখারিকাঠি গণহত্যা, রামপাল ও ডাকরায় হত্যাকাণ্ডের সঙ্গে এ তিনজন জড়িত ছিল।
এ তিন জনের বিরুদ্ধে গত বছর ২১ মে তদন্তকাজ শুরু হয়। বর্তমানে তিন জনই কারাগারে আটক রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: