একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টি সরকারের প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় যেকোনো দিন। বুধবার উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এর আগে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ এ মঙ্গলবার আসামিপক্ষ আইনি পয়েন্টে যুক্তি উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষের জবাব ও সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনের দিন বুধবার ধার্য ছিল। আজ (বুধবার) আসামি পক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন কায়সারের আইনজীবী এসএম নজরুল ইসলাম।
এদিকে, রাষ্ট্রপক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর তুরিন আফরোজ।
ট্রাইব্যুনালের আদেশে আজ (বুধবার) আধা ঘণ্টার মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আইন অনুসারে মামলার রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখবেন ট্রাইব্যুনাল।
এর আগে মঙ্গলবার কায়সারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান ও আবদুস সোবহান তরফদার। তারা কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে সর্বশেষ অভিযোগে ঘটনাভিত্তিক ও সর্বশেষ আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।
এনিয়ে উভয় ট্রাইব্যুানালে ৫টি মামলার রায় অপেক্ষমান থাকলো।