প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৪ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক এ আদেশ দেন। আজ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ মামলার ৫ আসামি আদালতে উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
২০১২ সালের ২৯ এপ্রিল মামলাটি দায়ের করা হয়। পরে ২০ মে মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: