মামলায় সমঝোতা না হওয়ায় প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার দায়ের করা মামলায় গায়ক আরফিন রুমির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান এ আদেশ দেন।
বিচারক তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
এই আদালতের পেশকার ফোরকান মিয়া জানিয়েছেন, আজ আরফিন রুমি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করলে বিচারক তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
এসময় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন ফোরকান মিয়া এবং আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সহযোগী আবুল কালাম আজাদ।
সাক্ষ্য গ্রহণের দিন ঠিক হলেও সমঝোতার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
পিপি ফোরকান বলেন, সাক্ষ্যগ্রহণ শুরুর আগেও সমঝোতা হতে পারে।
দু’পক্ষের মধ্যে কোনো মীমাংসা না হওয়ায় গত ১৭ জুন বিচারক আরিফুর রহমান অভিযোগ গঠনের জন্য ১০ আগস্ট দিন ধার্য করেন।
আরফিন রুমির আইনজীবীর আবেদনে তার জামিনের মেয়াদও আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। রুমির আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, এর আগে দুইবার আরফিন রুমির পক্ষে অনন্যার সঙ্গে সালিশে বসেন তিনি। তবে অনন্যা কোনো বিষয়েই রুমিকে ছাড় দিতে রাজি হননি।
২০০৮ সালে পরিবারের সম্মতিতে দূরবীন ব্যান্ডের তখনকার ভোকাল আরফিন রুমির সঙ্গে অনন্যার বিয়ে হয়। অনন্যার সঙ্গে সম্পর্ক রেখেই ২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী কামরুন্নেসাকে বিয়ে করেন তিনি। দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে এক বাড়িতেই থাকতেন আরফিন রুমি। এক অনুষ্ঠানে দুই স্ত্রীকে নিয়ে তাকে দেখাও গেছে।
দ্বিতীয় বিয়ের এক বছর পর যৌতুকের জন্যে নির্যাতন এবং অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগ এনে আরফিন রুমির বিরুদ্ধে অনন্যা মামলাটি করেন।
মামলাটিতে রুমিকে গ্রেপ্তার করা হয়েছিলেন। গ্রেপ্তারের পর গত বছরের ১২ অক্টোবর কারাগারে পাঠানো হয়। এর দুই দিন পর আবার অনন্যারই জিম্মায় জামিন পান তিনি।