গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের তিন মামলার মধ্যে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে পল্টন থানার একটি মামলার অধিকতর শুনানি ২৪ আগস্ট ধার্য করেছে আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালতে এসব মামলার শুনানি হয়।
এছাড়া, পল্টন থানার আরেক মামলার শুনানি আগামী ২ সেপ্টেম্বর ও শাহজাহানপুর থানার মামলার শুনানি ৩ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: