অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আবারো জেল হেফাজতে পাঠানারো নিদের্শ দিয়েছে আদালত।
শনিবার দুপুরে নূর হোসেনের দুই সহযোগী ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনসহ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায়ের আদালতে তোলা হয়।
পরে স্থানীয় সময় দুপুর আড়াইটার পর বারাসত আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুমিতা রায়ের এজলাসে শুনানি শুরু হয়। এসময় বিচারক সরকার পক্ষের আইনজীবীর কাছে কেস ডায়েরি চান।
পরে কেস ডায়েরি হাজির করার জন্য এবং মামলা তদন্তের স্বার্থে নূর হোসেন ও তার দুই সহযোগীকে জেল হেফাজত পাঠায় আদালত।
এ সময় আদালকে নূর হোসেন বলেন, তিনি জামিনের জন্য আবেদন করবেন।
এর আগে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে নূর হোসেন, ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনকে বিধাননগর সিটি পুলিশের লাল হুটার লাগানো একটি টাটা সুমোতে করে আদালতে আনা হয়।